50628

ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয়কে কারণ হিসেবে উল্লেখ করে ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য কার্যক্রম স্থগিত করেছে তুরস্ক। ইসরায়েল গাজায় বাধাহীন ও যথেষ্ট পরিমাণ ত্রাণ প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত এই পদক্ষেপ বহাল থাকবে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বলেছে।

বিবিসি জানিয়েছে, তুরস্কের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে স্বৈরশাসক বলে অভিহিত করে বলেছেন, এরদোয়ান তুরস্কের জনগণ ও ব্যবসায়ীদের স্বার্থকে অসম্মান করেছেন এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সমঝোতাকে উপেক্ষা করেছেন।

ads

তিনি জানান যে তিনি মন্ত্রণালয়কে ইতোমধ্যেই নির্দেশ দিয়েছেন যে তুরস্কের সাথে বাণিজ্যের বিকল্প সন্ধান করতে যাতে স্থানীয় উৎপাদন এবং অন্য দেশ থেকে আমদানিতে জোর দেয়া হবে। দেশ ২টির মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৭ বিলিয়ন ডলার।

১৯৪৯ সালে প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় তুরস্ক। তবে সাম্প্রতিক দশকগুলোতে দেশ ২টির মধ্যকার সম্পর্কের অবনতি হয়েছে।

ads
ad

পাঠকের মতামত