50657

৩৬তম চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: অপেক্ষায় থাকতে হলো না স্পানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। লা-লিগায় চার ম্যাচ হাতে রেখেই গতকাল তারা চ্যাম্পিয়ন হয়ে গেল। এটি তাদের ৩৬তম শিরোপা জয়। আনচেলত্তির শিষ্যরা ট্রফি ঘরে তুলবে তা নিয়ে কোনো সংশয় ছিল না।

তবে গতকাল শিরোপা নিশ্চিত করার পেছনে জিরোনার নাম উল্লেখ করতে হবে। কাদিজকে ঘরের মাঠে ৩-০ গোলে হারানোয় রিয়ালের একাউন্টে জমা পড়ে ৮৭ পয়েন্ট। অবস্থা এমন দাঁড়িয়েছিল, পরের ম্যাচে বার্সেলোনা যদি জিরোনার কাছে হেরে যায় তাহলে রিয়ালকে আর অপেক্ষায় থাকতে হবে না। নাটকীয়ভাবে তাই হলো।

ads

প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও বার্সাকে হারালো এবারের আলোচিত ক্লাবটি। কাকতালীয়ভাবে দুই লেগেই ব্যবধান ছিল ৪-২।

বার্নাবুতে রিয়ালের হয়ে দিয়াজ, বেলিংহাম ও হোসিলু একটি করে গোল করেন। রাতের অপর ম্যাচে ক্রিশ্চিনসেন ও লেভানডস্কির গোল প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়র্ধে ম্যাজিক প্রদর্শন করে জিতে যায় জিরোনা।

ads

পোর্তুর জোড়া, আর্তেম ও মিগুয়েল একটি করে গোল করেন।

ad

পাঠকের মতামত